Thursday, August 28, 2025

সাতসকালে আরামবাগ বাস দুর্ঘটনায় আহত ২০। গেট ভেঙে বের করা হল বাসের চালককে। দুর্ঘটনায় আহত ২০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত হয় বাস চালকও।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে হুগলির আরামবাগ জয়রামপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রী নিয়ে চুঁচুড়া থেকে বাসটি বাঁকুড়ার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় দ্রুত গতিতে আরামবাগের দিকে আসা বাসটি তারকেশ্বর আরামবাগ রাস্তায় জয়রামপুর এলাকায় একটি গর্তে পড়ে গিয়ে বাসের পাতি ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। বাসের মধ্যে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়। এরপর আওয়াজ শুনে সেখানকার স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে। আহতদের অ্যাম্বুলেন্সে করে আরামবাগ মহকুমা হাসপাতাল ভর্তি করানো হয়। অন্যদিকে বাসের চালককে বাসের গেট ভেঙে বের করা হয়। চালক গুরুতর আহত অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার ফলে আরামবাগ তারকেশ্বর রোড প্রায় এক ঘন্টা যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ বাসটিকে ক্রেনের মাধ্যমে টেনে নিয়ে যায় আরামবাগ থানায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেই যানবাহন নিয়ন্ত্রণ করার। যার জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।

আরও পড়ুন-নাট্যপরিচালক সুদীপ্ত চট্টোপাধ্যায়কে ২দিনের পুলিশ হেফাজত দিল শিয়ালদহ আদালত

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version