Sunday, November 9, 2025

ওদের জীবন হোক ম্যাজিকের মতো অভিনব

Date:

Share post:

সাধারনত, উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বা কলেজের ছাত্র-ছাত্রীদের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ বা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হতে দেখা যায়। কিন্তু সেই স্বাভাবিক ছন্দে এক নতুন ছন্দের বীজ পুঁতল স্কটিশ চার্চ কলিজিয়েট প্রাইমারি স্কুলের খুদেরা। তবে শুধু খুদেরাই নয়, এই কর্মকাণ্ডে সমানভাবে জড়িত স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রদের অভিভাবকরাও। এক অভিনব ম্যাজিক শোয়ের মাধ্যমে ওই খুদেদের জীবন যেন ম্যাজিকের মতোই সুন্দর হয়, সেই বার্তা দিয়েছে স্কটিশ চার্চ কলিজিয়েট প্রাইমারি স্কুল।

অনুষ্ঠানের শুরুটা সংর্ধনা ও নাচে-গানে ভরপুর হলেও এদিনের অন্যতম মূল আকর্ষণ ছিল ম্যাজিক শো। টেলিভিশন খ্যাত এস কুমারের জাদুতে আনন্দে আত্মহারা হয়েছিল খুদেরা। তবে শুধু ওদের কথা বললেও ভুল বলা হবে। ওদের পাশাপাশি খুদেদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারাও এস কুমারের ম্যাজিকে মোহিত হয়ে ওঠেন।

আরও পড়ুন – শিক্ষা যে কেবলমাত্র পুঁথিগত নয় বোঝাল স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের খুদে ছাত্ররা

এই অন্যষ্ঠান প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিভাস সানিয়েল বলেন, ‘এই উদ্যোগটা বাচ্চাদের অভিভাবকরাই নিয়েছে। আমি আজ এখানে অতিথি মাত্র। ওদের দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আশা করব, ওদের জীবনও যেন এমন ম্যাজিক্যাল হয়ে ওঠে।’

এই অভিনব প্রয়াস সম্পর্কে স্কুলের আধিকারিক দীপঙ্কর দাস বলেন, ‘এখনও পর্যন্ত কোনও স্কুল এমন প্রয়াস এর আগে নেয়নি। আমরাই এই উদ্যোগ নিলাম। আসলে এটা সেই অর্থে কোনও সংবর্ধনা অনুষ্ঠান নয়, এটা ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্কের সেতুবন্ধনের এক প্রয়াস বলতেও পারেন। ওদের এই মলীন হাসিটাই আমাদের প্রাপ্তি।’ সব মিলিয়ে শনিবাসরীয় স্কটিশ চার্চ কলিজিয়েট প্রাইমারি স্কুলের আবহ ছিল ম্যাজিক্যাল, তা বলাই যায়।

আরও পড়ুন – নাট্যপরিচালক সুদীপ্ত চট্টোপাধ্যায়কে দুই দিনের পুলিশ হেফাজত দিল শিয়ালদহ আদালত

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...