ইঞ্জিন ছাড়াই ছুটল মালগাড়ি!

কিছুদিন আগেই চালক ছাড়া গাড়ি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সচিন তেন্ডুলকর। তিনি লিখেছিলেন চালক ছাড়াই ছুটছে গাড়ি। এদিন তার থেকেও অদ্ভুত দৃশ্য দেখল বীরভূম, ইঞ্জিন ছাড়াই ছুটল মালগাড়ি।

বীরভূমের রাজগ্রাম স্টেশনের কিছুটা দূরেই রয়েছে গোপালপুর পাথর শিল্পাঞ্চল। সেখানেই মালবাহী রেক পাথর লোড করার জন্য দাঁড়িয়ে থাকে। রবিবার, পাথর লোড করার সময় হঠাৎ ইঞ্জিন ছাড়াই ৫টি বগি ছুটতে শুরু করে। রেল লাইন অনেকটা ঢালু হওয়ায় ৫টি বগি গড়িয়ে রাজগ্রাম স্টেশনের দিকে চলে যায় প্রায় ১০ কিলোমিটার। এই লাইনটি জনবসতিপূর্ণ এলাকায় মধ্যে দিয়েই যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বগিগুলি লাইনচ্যুত হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। যেহেতু এই লাইনটা শুধুমাত্র পাথর শিল্পাঞ্চল থেকে পাথর আনার কাজেই ব্যবহার হয়, তাই এড়ানো গিয়েছে বড়োসড়ো দুর্ঘটনা। এই ঘটনার পর রাজগ্রাম স্টেশনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের। রাজগ্রাম স্টেশনের কাছাকাছি গিয়ে বগিগুলি গতি হারালে দাঁড়িয়ে পড়ে। তবে কী কারণে এই ঘটনা, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

আরও পড়ুন-ট্রেনের কনফার্ম টিকিটের জন্য আর অপেক্ষা নয়

 

Previous articleট্রেনের কনফার্ম টিকিটের জন্য আর অপেক্ষা নয়
Next articleপৌষমেলা এ বছরও হবে, সিদ্ধান্ত বদল বিশ্বভারতীর, জানালেন উপাচার্য