সীমান্তে দীপাবলী, মিষ্টিমুখ

দেশজুড়ে দীপাবলীর প্রস্তুতির মধ্যেই সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা উদযাপন করেলেন আলোর উৎসব। রবিবার, ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলের জন্য একটি বিশেষ দিন ছিল। প্রতি বছরের মতো এবারও ভারত ও বাংলাদেশের সেনাবহিনীর দীপাবলী উদযাপন করে। ডেডিকেশন চ্যারিটেবল ট্রাস্ট ও তেরপন যুব পরিষদ (উত্তর হাওড়া) এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিএসএফ-এর জওয়ানরা আলোকিত করেন সীমান্ত। প্রদীপ জ্বালিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান।
আলো জ্বলবে আর মিষ্টিমুখ হবে না, সে কি হয়! দীপের রোশনাইয়ের মধ্যেই দু’পক্ষ মিষ্টি আদান-প্রদান করেন।
সেনারা দীপ জ্বালিয়ে দেশবাসীকেও দীপাবলীর শুভেচ্ছা জানান। ১১০০ দীপ জ্বালানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকরা। ছিলেন তেরপন যুব কাউন্সিল এবং উত্সর্গ চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধিরাও।

                                                                                                                                ছবি – প্রকাশ পাইন

আরও পড়ুন – শহরে ফের বেপরোয়া চালক, এবার হন্ডা সিটি সজোরে ধাক্কা মারল বাইকে

Previous articleশহরে ফের বেপরোয়া চালক, এবার হন্ডা সিটি সজোরে ধাক্কা মারল বাইকে
Next articleবউবাজার সেন্ট জোসেফ স্কুলের দশম শ্রেণীর ছাত্র আত্মঘাতী হওয়ার পর স্কুলে পড়ুয়া ও অভিভাবকদের বিক্ষোভ