কালীপুজো ও দীপাবলিতে ট্র্যাডিশনাল বাজিগুলির পাশাপাশি গত কয়েক বছর চুটিয়ে বিক্রি হচ্ছে আকাশ প্রদীপ, যা ফানুস নামেই বেশি পরিচিত। আর এবার বাজার কাঁপাতে আসছে হোয়াটস অ্যাপ-চুটপুট-চক্করের মতো অভিনব আতস বাজি। চেন্নাইয়ের শিবকাশি কিংবা আমাদের রাজ্যের চাম্পাহাটি, নুঙ্গির পাশাপাশি বেশ কয়েক বছর বাজার মাতাচ্ছে চাইনিজ প্রোডাক্ট। এবারও চায়নার নতুন চমক হোয়াটসঅ্যাপ, চুটপুট, চক্কর। শহীদ মিনার প্রাঙ্গণে ময়দানের বাজি বাজারে এবার এগুলি আকর্ষণের মূল কেন্দ্রে।

আরও পড়ুন – ৯৯ কেজি রুপোর প্রতিমায় নজর কাড়বে চাঁপাডালি মৎস্য আড়তদার সমিতির কালীপুজো

নির্দিষ্ট সময়ের মধ্যে স্টল তৈরি না হওয়ায় ময়দানে বাজি মেলা শুরু হতে বিলম্ব হল। মঙ্গলবার থেকে এই মেলা শুরু হওয়ার কথা থাকলেও, তা আদতে শুরু হবে আগামীকাল বুধবার থেকে। অর্থাৎ এবার ময়দানে বাজি মেলা চলবে ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত।

উল্লেখ্য, এবছর ৩৪ রকমের নতুন বাজি পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে ২২টি বাতিল করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তাই নতুনত্ব আইটেম একটু কমই দেখা যাবে। ময়দান ছাড়া অন্যান্যবারের মতো এবছর ২৭ অক্টোবর পর্যন্ত এই বাজি বাজার চলবে টালিগঞ্জ, টালা, বেহালা, কালিকাপুরে।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার কালীপুজোতে বারাসতের কেএনসি রেজিমেন্টের ভাবনা “হেরিটেজ অফ বেঙ্গল”
