টাকা না পেয়ে সমবায় ব্যাঙ্কে তালা

একই ব্যাঙ্ক ধর্মঘটে সমস্যায় গ্রাহকরা। তার উপর টাকা নেই সমবায় ব্যাঙ্কে। ক্ষোভে ব্যাঙ্কে তালা ঝুলিয়ে দিলেন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে আরামবাগে। পালপাড়া, মিহিরপাড়া, সাবররাজোল দিহিবাগান, ভবানীপুর গ্রামের কৃষকেরা দু’দফা দাবি নিয়ে পাড়া বাগনান সমবায় ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। মায়াপুর ঘরেরঘাটে দু’ঘণ্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েকশো কৃষক। তাঁদের অভিযোগ, চাষের এবং চাষের জমির জন্য বীমা করালেও, মরশুমের ফসলের ক্ষতি হলে বীমার টাকা সময় মতো পাচ্ছেন না।
গত দুবছর আরামবাগে দফায় দফায় শিলাবৃষ্টি ও অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে আলু ও ধান নষ্ট হয়ে যায়। এই মরসুমে আলু চাষ ক্ষতি হয়েছে। কৃষকদের পক্ষ থেকে আরামবাগ বিডিও অফিসে আবেদন করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ৩ দফা দাবি নিয়ে সমবায় ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবরোধ করেন কৃষকরা। পরে, অবরোধ তুলে নেওয়া হয়।

আরও পড়ুন-‘অভিজ্ঞ ও দক্ষ সংগঠক’, শাহের জন্মদিনে শুভেচ্ছা মোদির

 

Previous articleজামাইয়ের গলার নলি পড়ল কাটা!
Next article৯৯ কেজি রুপোর প্রতিমায় নজর কাড়বে চাঁপাডালি মৎস্য আড়তদার সমিতির কালীপুজো