ছটপুজোর ঘাট পরিষ্কারে সতর্ক পুরসভা

দুর্গাপুজোর বিসর্জনের মতোই ছটপুজোতেও পরিবেশ রক্ষায় নজর দিচ্ছে কলকাতা পুরসভা। ছটপুজো নিয়ে ইতিমধ্যেই রাজ্যেকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। দুর্গাপুজোর বিসর্জনের পরে, যেভাবে দ্রুত কলকাতা পুরসভার পক্ষ থেকে ঘাটগুলি পরিষ্কার করা হয়েছিল, সেভাবেই ছটপুজোতেও পরিচ্ছন্নতা রক্ষার বিষয়ে নজর দেওয়া হবে।

বুধবার, কলকাতা পুরসভা 16টি ছটপুজো কমিটি নিয়ে এক বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, পুর আধিকারিকেরা ইতিমধ্যেই শহরের মোট ১১টি পুকুরে ঘাট তৈরি করেছেন। সেখানে পোশাক পরিবর্তনের যেমন ব্যবস্থায় রয়েছে, তেমনই বায়ো-টয়লেটও রাখা হয়েছে। মেয়র জানিয়েছেন, তাঁর নিজের এলাকায় গঙ্গা লাগোয়া ঘাটগুলিতেও একই রকম ব্যবস্থা থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন-ফের পুরসভার নজরে মহানগরের ৪০ রেস্তোরাঁ

 

Previous articleফের জাতীয় দলের ব্লেজার পরে ‘নস্টালজিক’ সৌরভ
Next articleপ্রথমে চিদম্বরম, পরে শিবকুমারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা সোনিয়ার