কালীপুজোতে পরিবেশ বান্ধব বার্তা

আতসবাজি, পটকা, প্রদীপ- পরিবেশ দূষণের অভিযোগে দুষ্ট কালীপুজো ও দীপাবলি পালনের এইসব উপকরণ। সেই কালীপুজোতেই দূষণ বিরোধী বার্তা দিল হিন্দমোটরের ভাই-ভাই সংঘ। ২৫ লক্ষ খবরের কাগজ দিয়ে পুজো মণ্ডপ তৈরি করেছে তারা।

এবার ভাই-ভাই সংঘের ৪৮তম বছরের পুজো। প্লাস্টিক বর্জনই হল এই পুজো কমিটির থিম। গত কয়েকমাস ধরে পুরনো খবরের কাগজ সংগ্রহ করে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। কাগজ কেটে করে বানানো হয়েছে বিভিন্ন মডেল। তৈরি করা হয়েছে গাছ। এমনকী, প্রতিমা রাখার জন্য তৈরি করা হয়েছে কাগজের একটি ঘট। পাশাপাশি, কাগজ লম্বা রোল দিয়ে বানানো হয়েছে সিলিং।

আরও পড়ুন-ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি মহানগর সহ দক্ষিণবঙ্গে