বড়সড় সাফল্য ভারতীয় সেনার, খতম আল কায়দার ৩ জঙ্গি

সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল ভারত। কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুরায় সেনার গুলিতে খতম হয়েছে জঙ্গিগোষ্ঠী আল কায়দার কাশ্মীর ইউনিটের চিফ তথা জাকির মুসার উত্তরসূরি হামিদ লেলহারি।

সেনা সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরাতে সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়। তাদের পরিচয়ও জানা গিয়েছে। তারা হল নাভিদ তাক, জুনেইদ ভাট ও হামিদ লোন ওরফে হামিদ লেলহারি। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে। তবে মনে করা হচ্ছে এখনও কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে। তাদেরই খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। তবে এই এনকাউন্টারকে উপত্যকায় জঙ্গি দমনে অন্যতম সাফল্য বলেই মনে করছে ভারতীয় সেনা।

আরও পড়ুন-কমিউনিস্ট অভিজিৎ! বাম জমানার শিক্ষাব্যবস্থাকে ধুইয়ে দিলেন নোবেলজয়ী

 

Previous articleফের চলন্ত ট্রেনে স্টোনম্যানের হামলা
Next articleবিশ্বভারতীতে আসছেন রাষ্ট্রপতি