Friday, November 7, 2025

বিসিসিআইয়ের সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে আসীন হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ, বুধবার পূর্বনির্ধারিত দিন অনুযায়ী মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্ব কাঁধে তুলে নিলেন সৌরভ। বোর্ড সভাপতি হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ জানালেন, ‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম ক্রিকেট টিমের ব্লেজার পড়লাম। যখন দলের অধিনায়ক ছিলাম, তখন এটা পেয়েছিলাম। আজ ভাবলাম এই দিনে পরাই ভাল। কিন্তু পরে দেখলাম গায়ে বড় হচ্ছে। তবে বড় হোক বা ছোট, এর অনুভূতিই আলাদা। দারুণ লাগছে।’

হাসির ছলে এই মন্তব্য করার পর নয়া বোর্ড প্রেসিডেন্ট জানালেন যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্করণ প্রয়োজন। এ বিষয়ে তিনি বললেন, ‘যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছি, সেভাবেই এখানেও নেতৃত্ব দেব। ভারতীয় ক্রিকেট দলের সংস্করণ প্রয়োজন। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে হবে। এই নতুন চ্যালেঞ্জ বেশ উপভোগ্য। সকলে পাশে থাকলে নিশ্চই সফলতা পাব।’

আরও পড়ুন – আনুষ্ঠানিকভাবে বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন সৌরভ

প্রসঙ্গত, আগামিকাল, বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করবেন নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। আর তাই বিরাট কোহলির সঙ্গে তিনি কথা বলবেন এমনটাই জানালেন। এমনকি যে কোনও বিষয়ে অধিনায়ক হিসেবে কোহলিকে গুরুত্ব দেওয়ার কথাও শোনা গেল মহারাজের গলায়। তিনি কোহলি প্রসঙ্গে বললেন, ‘আমিও অধিনায়ক ছিলাম। তাই আমি জানি যে, বিরাট কতটা গুরুত্বপূর্ণ। তাই ওর সঙ্গে কথা বলব এবং ওর কী সাহায্য দরকার সেটাও জানব।’

এখানেই থামেননি সৌরভ। বর্তমান অধিনায়ক প্রসঙ্গে কথা বলার পাশাপাশি ‘প্রিন্স অফ ক্যালকাটা’ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গে কথা বলতে ভুললেন না। ধোনি প্রসঙ্গে খোলাখুলি মন্তব্য করে সৌরভের সংযোজন, ‘চ্যাম্পিয়নরা কখনও শেষ হয় না। ধোনি কী করবে সেটা ওর সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে বোর্ড।’

এর পাশাপাশি তিনি এও জানান যে, আইসিসির কাছে অনেক টাকা বিসিসিআইয়ের বকেয়া রয়েছে, যা পেতে আইসিসির সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। আগামী বছর আইপিএলের পাশাপাশি রয়েছে টি-২০ বিশ্বকাপ। তাই সে দিকেও নজর দিতে চান সৌরভ। তবে স্বার্থের সংঘাত ইস্যু নিয়ে বিশেষ নজর রয়েছে মহারাজের। স্বার্থের সংঘাতকে মাথায় রেখেই সাজানো হবে বোর্ড, এমনটাও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে বোর্ডের দায়িত্ব নিয়ে খোলাখুলি মন্তব্য করলেন সৌরভ, তা বলাই যায়।

আরও পড়ুন – আজ ক্রিকেট বোর্ডের মসনদে সৌরভ

Related articles

বেটনের জৌলুস ফেরাতে উদ্যোগী BOA, ঐতিহ্যশালী টুর্নামেন্টে নেই বাংলার তিন প্রধান

শনিবার ১২৬তম বেটন কাপের(126th Beighton cup) সূচনা হবে। রাজ্যের নিজস্ব হকি স্টেডিয়ামে হবে এবার বেটন কাপ। ঐতিহ্যবাহী এই...

KIFF: সত্যজিতের কথা কই? চলচ্চিত্র উৎসবে নিজের ঢাক পেটালেন ‘শোলে’ পরিচালক!

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (31st Kolkata International Film Festival) এসে সত্যজিৎ রায়কে (Satyajit Ray) উপেক্ষা করলেন বলিউড...

দেশের সেরা হকি স্টেডিয়াম এখন বাংলায়: জানালেন গর্বিত ক্রীড়ামন্ত্রী অরূপ

বৃহস্পতিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেকানন্দ হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই স্টেডিয়াম পরিদর্শন করলেন...

নির্দেশ-অসঙ্গতিতে বিপাকে BLO-রা: জ্ঞানেশ কুমারকে চিঠি তৃণমূলের, SIR আতঙ্কে মৃত্যু নিয়ে বিজেপিকে নিশানা

SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যু। ক্ষুব্ধ তৃণমূল। অভিযোগ, আত্মীয়ের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য...
Exit mobile version