গারুলিয়া পুরসভা কি ফের দখলে আসছে তৃণমূলের?

গারুলিয়া পুরসভার ২১ টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতে ছিল তৃণমূল, ১টি কংগ্রেস ও ১টি ফরওয়ার্ড ব্লকের দখলে।

কিন্তু হঠাৎই ১৯ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ফলে পুরসভার দখল কার্যত চলে যায় গেরুয়া শিবিরের হাতে। পরবর্তীকালে বিজেপি ছেড়ে ১৩ জন তৃণমূলে প্রত্যাবর্তন করেন। ফলে বর্তমানে এই পুরসভার সমীকরণ হয়েছে- তৃণমূল ১৩, বিজেপির ৭ ও ফরওয়ার্ড ব্লক ১। কারণ, এর মধ্যে কংগ্রেসের ১জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। সেই অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতার বিচারে তৃণমূল কংগ্রেস এই পুরসভার দখল করতে চলেছে। শুক্রবার, কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে পুরসভার বোর্ড গঠন এবং প্রধান নির্বাচন চলেছে।

Previous article‘মোদি যোগাকে যেভাবে সামনে এনেছেন সেটা প্রশংসনীয়’ আয়ুর্বেদ দিবসে বললেন রাজ্যপাল
Next article৭ নির্দলের সমর্থন! হরিয়ানায় সরকার গড়ার দাবি জানাচ্ছে বিজেপি