৭ নির্দলের সমর্থন! হরিয়ানায় সরকার গড়ার দাবি জানাচ্ছে বিজেপি

হরিয়ানায় বিজেপিই সরকার গড়ার দাবি জানাল। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারা আজ দলের কার্যনিবাহী সভাপতি জে পি নড্ডার সঙ্গে বৈঠকে বসবেন। তার আগে তাঁর দাবি, নির্দল সাত বিধায়ক এবং ভারতীয় লোক দলের বিধায়ক অভয় চৌতালা বিজেপিকে সমর্থন করছেন। অর্থাৎ দলের ৪০ এবং ৮ বিধায়ক নিয়ে ম্যাজিক ফিগার পেরিয়ে যাবেন বলেই খট্টারের ধারনা। তবে জেজেপি পরিস্কার জানিয়েছে, বিজেপিকে যদি সরকাত গড়তে দেওয়া হয়, তবে জনাদেশের বিরোধিতা করা হবে। মানুষ তা মেনে নেবেন না। কংগ্রেস বলছে, রাজ্যপাল কী করেন দেখা যাক। এদিকে হরিয়ানার ফলের পরেই লালুর দল প্রথমেই জানায়, দেওয়ালিতে দেশবাসী ধাতু কেনেন। বিজেপি বিধায়ক কিনবে। বিধায়ক সমর্থনে বিজেপি টাকার থলি নিয়ে নেমে পড়েছে বলে জেজেপি নেতা দুষ্মন্ত সাফ জানান।

Previous articleগারুলিয়া পুরসভা কি ফের দখলে আসছে তৃণমূলের?
Next articleউদ্ধব ঠাকরেকে চমক দেওয়া প্রস্তাব, মহারাষ্ট্রে বিজেপির অস্বস্তি