১৭০ জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া

১৭০ জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার নিয়োগ করা হবে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডে, পাঁচ বছরের চুক্তিতে।

বিস্তারিত জেনে নিন নীচে দেওয়া ওয়েবসাইট থেকে।

আবেদনের ফি: ১০০০টাকা। তপশিলি জাতি, উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে ৫০০টাকা। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

বয়সসীমা: ১ অগাস্ট ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৩ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: প্রতিমাসে ১৯৫৭০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন লেখা পরীক্ষা/স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: http://www.airindia.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সরাসরি http://aiesl.assistantsupervisor.parakh.online/  লিঙ্কে গিয়েও আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। অন্যান্য় তথ্য জানতে ওয়েবসাইটে ক্লিক করুন।

আরও পড়ুন-৭ নির্দলের সমর্থন! হরিয়ানায় সরকার গড়ার দাবি জানাচ্ছে বিজেপি

Previous articleউদ্ধব ঠাকরেকে চমক দেওয়া প্রস্তাব, মহারাষ্ট্রে বিজেপির অস্বস্তি
Next articleকবে ব়্যানিটিডিন নিষিদ্ধ করবে কেন্দ্র?