দেশের নিরাপদতম শহর কলকাতা, পাচারের হার কমছে রাজ্যে: এনসিআরবি রিপোর্ট

কড়া নজরদারি ও প্রশাসনিক সতর্কতা, সঙ্গে কন্যাশ্রী ক্লাব—সব মিলিয়ে উল্লেখযোগ্য সাফল্য রাজ্যে। নারী ও শিশু পাচারের হার গত দুই বছরে যথেষ্ট কমেছে। সম্প্রতি এই তথ্য উঠে এসেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে। মানব পাচারে দেশের মধ্যে প্রথম সারিতে ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু গত দুবছরে এনসিআরবি রিপোর্টে এই হার কমায় কিছুটা স্বস্তিতে রাজ্য সরকার।
২০১৯ সালের এনসিআরবি তথ্য অনুয়াযী, কলকাতা দেশের নিরাপদতম শহর। বাংলাতেও অপরাধের হার কমেছে উল্লেখযোগ্য ভাবে।একে নিজেদের সাফল্য হিসাবে তুলে ধরছে নবান্ন।

রিপোর্টে প্রকাশ, ২০১৯ সালে নিখোঁজ শিশু উদ্ধারে দেশের মধ্যে শীর্ষে বাংলা। পাচার রোধে প্রশাসনিক সতর্কতাতেই এই সাফল্য এসেছে বলে মত। পাশাপাশি, কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের সতর্কতাও কাজে এসেছে বলে মনে করছে প্রশাসন। ২০১৯ সালে ১৮ বছর বয়সের কম ১১৮৪৯ জন উদ্ধার হয়েছে। যা দেশের সমস্ত হারানো শিশুর উদ্ধারের ১৬.৮২ শতাংশ।

আরও পড়ুন-অক্টোবরের শেষ দু’দিন ফের ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ট্রায়াল রান

 

Previous articleঅক্টোবরের শেষ দু’দিন ফের ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ট্রায়াল রান
Next articleগারুলিয়া পুরসভাও এলো জোড়াফুলের দখলে