Sunday, November 16, 2025

২০২০-জানুয়ারি থেকেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরছে পাস-ফেল

Date:

কেন্দ্রের প্রস্তাব মেনে নিয়ে পাস-ফেল ফিরিয়ে আনছে রাজ্য সরকার। ২০২০ সালের জানুয়ারি মাসে নয়া শিক্ষাবর্ষ থেকেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরছে পাস-ফেল। তবে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়েই ফেল করার দু’মাসের মধ্যে ফের পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা। আর এই পড়ুয়াদের পাস করাতে শিক্ষক-শিক্ষিকারা বিশেষ ক্লাসও নেবেন। এ নিয়ে খুব শীঘ্রই রাজ্য সরকার খসড়া তৈরি করে বিজ্ঞপ্তি জারি করবে।

স্কুলে পাস-ফেল চালু হবে কিনা সে নিয়ে বিতর্ক বহুদিনের। বাম আমলে অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল তুলে দেওয়ার পর শিক্ষার মান পড়ে যাওয়া নিয়ে বিতর্ক বাধে। বহু মানুষ এবং শিক্ষাবিদ বলেন, এর ফলে রাজ্যের শিক্ষার মান বিশেষত সরকারি স্কুলে শিক্ষার মান ক্রমশ অধঃপতিত হচ্ছে। কেন্দ্র সরকার এ নিয়ে দীর্ঘ আলোচনার পর শিশু শিক্ষার অধিকার আইন পাস করে বিজ্ঞপ্তি জারি করে। কেন্দ্র জানায়, এ নিয়ে রাজ্যগুলির উপর চাপ তৈরি করা হবে না। কেন্দ্রের প্রস্তাব মেনে নেওয়া রাজ্যগুলির কাছে ঐচ্ছিক। রাজ্যের কাছে এই প্রস্তাব এলেও এ নিয়ে সিদ্ধান্ত নিতে বেশ সময় লেগে যায়। শেষ পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্তেই শিলমোহর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার জানান, আমরা পাস ফেল ফিরিয়ে আনছি আগামী শিক্ষাবর্ষ থেকে। নভেম্বরেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। শিক্ষক সংগঠন অবশ্য এ নিয়ে দ্বিধা বিভক্ত। একাংশ রাজ্যের উদ্যোগকে সাধুবাদ জানালেও বাম প্রভাবিত সংগঠন এটিকে সোনার পাথরবাটির মতো সিদ্ধান্ত বলে মনে করছে।

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version