সম্পত্তি নিয়ে বচসা, মায়ের হাত কেটে ফেলল ছেলে!

সম্পত্তি নিয়ে বচসার জেরে কাটারির কোপে মায়ের দুই হাত কেটে ফেলার অভিযোগ ছেলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস থানার বামনিয়া এলাকায়।

জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে সমস্যার জেরে প্রশান্ত ভৌমিক নামে ওই যুবক একটি কাটারি নিয়ে তার বাবা-মায়ের উপর আক্রমণ করে। কাটারির কোপে কাটা যায় মায়ের দু’টি হাত। জখম হন বাবাও। জখম প্রৌঢ়াকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্তকে।