বাবা-ছেলের যুগলবন্দি

বাবা এ আর রহমান। পরিচয়ের অপেক্ষা রাখে না। ছেলে এ আর আমিন। ছেলেকে সঙ্গে নিয়ে অসাধারণ একটি ধুন বাজাচ্ছেন। সঙ্গে কী বিট যাবে হাতে ধরে বুঝিয়ে দিচ্ছেন। তারপর চলল টানা দু’মিনিটের বেশি বাবা-ছেলের ধুন। যদি দেখতে চান অস্কার পুরস্কারের গর্ভগৃহে তৈরি হওয়া সেই যুগলবন্দি, তবে চোখ রাখুন ভিডিওতে।