শুরু হয়ে গিয়েছে দীপাবলী উৎসব। রকমারি আলোয় সেজে উঠেছে বাঙালির ঘর। রাত পোহালেই কালীপুজো।

তার আগে আজ ভূত চতুর্দশী। রাজ্যবাসীকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইট, ‘সকলকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা। চোদ্দো শাক আর চোদ্দো বাতিতে মঙ্গলময় হয়ে উঠুক সকলের জীবন’।

Heartiest greetings to all on the occasion of Bhoot Chaturdashi. Let us all observe this day by lighting 14 lamps, and eating ‘choddo shaak’
সকলকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা। চোদ্দো শাক আর চোদ্দো বাতিতে মঙ্গলময় হয়ে উঠুক সকলের জীবন
— Mamata Banerjee (@MamataOfficial) October 26, 2019
আরও পড়ুন – পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে কোথাও যেন মিলে যায় “হ্যালোউইন” ও “ভূত চতুর্দশী”
