তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম ৮

আরামবাগের কালীপুর এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন উভয় পক্ষেরই মোট আট জন। গুরুতর জখম অবস্থায় এক বিজেপি কর্মীকে প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতালে এবং পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে তাঁদের উপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পাশাপাশি গতকাল শনিবার রাতে এক দলীয় কর্মীর বাড়িতেও অভিযুক্তরা চড়াও হয়।

ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নতুন করে অশান্তি ছড়ায় আরামবাগ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। ঘটনাস্থলে যান আরামবাগের এসডিপিও নির্মল কুমার দাস।

আরও পড়ুন – রাজ্যবাসীকে দীপান্বিতা কালীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Previous articleদিল্লিতে ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচের আয়োজনে বাধা হতে পারে বায়ুদূষণ
Next articleকালীপুজোয় দক্ষিণেশ্বরে ভবতারিণী দর্শন, সঙ্গে স্কাইওয়াক