কাশ্মীরে বিদেশি দল! মোদির জাতীয়তাবাদ নিয়ে কটাক্ষ

এবার ৫৬ ইঞ্চি বুকের প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন বিরোধীরা। জাতীয়তাবাদের ধ্বজাধারী ভারতের প্রধানমন্ত্রী, এই বলে সরাসরি নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, সরকার দেশের মানুষ আর দেশের নেতাদের কাশ্মীরে যেতে দিচ্ছে না। অথচ ইউরোপীয় ইউনিয়ানের ২৫ জনের দলকে সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে। ঘুরে দেখার অনুমতি দিয়েছে। এ-র নাম যদি জাতীয়তাবাদ হয়, তবে ধিক্কার সেই জাতীয়তাবাদের। বিদেশের কাছে মাথা বিকিয়ে দিয়েছে সরকার। আর মুখে মেকি জাতীয়তাবাদের কথা।

কাশ্মীরের পরিস্থিতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের ২৫ দল দিল্লি এসে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। দলের নেতা বলেন, কাশ্মীরে প্রাক্তন তিন মুখ্যমন্ত্রীকে ঘরবন্দি করা হয়েছে। মানুষের স্বাভাবিক কাজকর্ম শিকেয়। এই অবস্থার পরিবর্তন করা দরকার, আর সেটা শীঘ্রই। আর দিল্লি বলেছে, কাশ্মীর ঘুরে এসে ইউরোপীয়রা বুঝবে, আসল সমস্যা আর পরিস্থিতি।

Previous articleসরকারের বিরোধিতায় বেলাগাম অসমের সাংসদ
Next articleদশ রূপে পূজিতা মা কালী