বাবুবেশে ভাইফোঁটায় কলকাতার মহানাগরিক

রাজ্য মন্ত্রিসভার অন্যতম ব্যস্ত মানুষ তিনি। তাঁর উপর গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব। সঙ্গে তিনি কলকাতার মহানাগরিক। তবে দাদা হিসেবেও তাঁর দায়িত্ব আছে। সেই কারণেই ভাইফোঁটার সকালে ধুতি-পাঞ্জাবিতে সেজে ফোঁটা নিতে বসলেন ফিরহাদ হাকিম। মেয়র দাদাকে ফোঁটা দেওয়ার পাশাপাশি উপহার দিয়েছেন বোনেরা। তবে খালি হাতে আশীর্বাদ নয়, মহানাগরিক দাদার থেকে এক ব্যাগ ‘আশীর্বাদী’ পেয়েছেন তাঁরা। ধাক্কাপাড় ধুতি আর বাবু পাঞ্জাবিতে এদিন একেবারে অন্য মেজাজে ছিলেন সকলের প্রিয় ‘ববিদা’।

আরও পড়ুন-সাতসকালে ব্যস্ত সাংসদ ফোঁটা দিলেন ‘দিলীপ দা’-কে