মেয়র ববিই, তবে মন্ত্রিত্বে ফিরছেন শোভন

শোভনের তৃণমূলে ফেরা শুধু সময়ের অপেক্ষা। দিল্লিতে বিজেপি অফিসে বসে বিজেপিতে যোগ দিয়েও দলে ফেরার মধ্যে এটা স্পষ্ট যে তেলে জলে মিশ খায় নি। এহেন অবস্থায় খবর হল সামনেই রাজ্য মন্ত্রিসভায় কিছু রদবদল আছে। সেখানে মন্ত্রিত্বে ফিরবেন শোভন। আপাতত পরিবেশসহ দুএকটি দপ্তর থাকবে তাঁর। তবে ববি মেয়র থাকবেন। যদিও শোভনের এই দলে ফেরার মধ্যে রাজনৈতিক কারণ ছাড়াও অন্য কারণ আছে বলে একটি বিশেষ সূত্রের ধারণা।