দূষণের জেরে আয়ু কমছে বাঙালির, কীভাবে জানেন?

গড়ে 3.4 বছর কম বাঁচবে বাঙালি। বাতাসে বাড়ছে বিষ। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এনারজি পলিসি ইনস্টিটিউট, শিকাগো EPIC। এর ফলে কলকাতাসহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার বায়ু দূষণের মাত্রা বাড়ছে আরও অনেক, যার ফলে আয়ু সংখ্যা কমছে বাঙালির।

বিশ্ববিদ্যালয় সমীক্ষা অনুযায়ী ধূলিকণার মাত্র 10ųg/m3। এর নিচে হলেই পরিস্থিতি ঠিক আছে। কিন্তু এর বেশি হলেই পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হবে বলেই জানাচ্ছে এই সমীক্ষা। তবে শুধু এ রাজ্যেই নয়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, পাঞ্জাব সহ দেশের বিভিন্ন জায়গায় বায়ু দূষণের ফলে হু হু করে আয়ুর সংখ্যা কমছে।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এপিক ইন্ডিয়ার অ্যাসোসিয়েট ডিরেক্টর কমিউনিকেশনস আশীর্বাদ এস রাহা জানিয়েছেন, ‘বাংলার দুশ্চিন্তার কারণ আছে। কারণ, সমস্ত জেলার অবস্থা খুবই খারাপ।’

সমীক্ষার রিপোর্ট বলছে, কলকাতায় আয়ু কমছে গড়ে 3.4 বছর। তবে কলকাতা থেকে মালদা, পুরুলিয়া, দুই দিনাজপুর, বীরভূম, নদীয়া আয়ুর সংখ্যা কমছে বলে জানা গিয়েছে। সেখানে আয় কমেছে গড়ে 4.8 বছর। এক্ষুনি বায়ু দূষণ বিষয়ক ভাবনাকে গুরুত্ব দিয়ে যদি 25% দূষণ কমানো যায়, তাহলে একমাত্র 1.3 আয়ু বাড়ানো সম্ভব বলে জানিয়েছে এই সমীক্ষা। সুতরাং, সব মিলিয়ে কলকাতা বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, তা বলাই যায়।

Previous articleহোয়াটসঅ্যাপে ইজরায়েলী ফাঁদ, চিঠি দিলেন রবিশঙ্কর
Next articleপৃথক রাষ্ট্র চেয়ে স্বাধীনতা ঘোষণা মণিপুরের! নাম জড়ানোয় স্তম্ভিত মহারাজা