হোয়াটসঅ্যাপে ইজরায়েলী ফাঁদ, চিঠি দিলেন রবিশঙ্কর

ইজরায়েলের এনএসও নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক শোরগোল। কারণ এই সংস্থার মেসেজিং অ্যাপের সুরক্ষায় বড়সড় ফাটল ধরেছে। এদেরকে আন্তর্জাতিক দুনিয়া সাইবার অস্ত্রের ডিলার হিসেবেই চিহ্নিত করে। কারন, নিমেষে যে কোনও অ্যাপের মধ্যে ঢুকে গিয়ে সেই অ্যাপ হ্যাক করতে পারে হ্যাকাররা।

আর ঠিক এই কারণেই সুরক্ষা বলয় মজবুত করতে হোয়াটসঅ্যাপ কর্তাদের চিঠি দিল নয়াদিল্লি। জানতে চাইল সুরক্ষার জন্য তারা কী কী পদক্ষেপ করছে। কারন নয়াদিল্লির কাছে খবর, এই সাইবার অস্ত্রের ডিলাররা হ্যাকিং করতে শুরু করেছে ভারতের বেশ কিছু প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক সহ বিশিষ্টজনের ফোন। শুধু ভয়েস কলিং ফিচার ব্যবহার করে তারা তাদের হ্যাকার সফটওয়্যার দিয়ে পৌঁছাচ্ছে নির্দিষ্ট ব্যক্তির ফোনে। ফলে গোপন তথ্য দ্রুত পাচার হয়ে যাচ্ছে বিদেশে। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বৃহস্পতিবার ট্যুইট করে বলেছেন হোয়াটসঅ্যাপের গোপনীয়তা রক্ষার জন্য আমরা চিঠি দিয়েছি। তিন দিনের মধ্যে জবাব চেয়েছি, এবং এই হ্যাকিং বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি।

Previous articleভারতের জোড়া সোনা
Next articleদূষণের জেরে আয়ু কমছে বাঙালির, কীভাবে জানেন?