নন্দিনী ফের গুরুত্বপূর্ণ পদে, অত্রির হাল নিয়ে জল্পনা

আইএএস স্তরে রদবদলের পর নানা চর্চা তুঙ্গে। নন্দিনী চক্রবর্তী দীর্ঘকাল পর পর্যটনের মত গুরুত্বপূর্ণ ও মুখ্যমন্ত্রীর অগ্রাধিকারের দপ্তরে সচিব হয়ে এলেন। অন্যদিকে প্রবল প্রতাপশালী অত্রি ভট্টাচার্য সেখান গেলেন ক্রেতা সুরক্ষা দপ্তরে। স্বরাষ্ট্রসচিব থেকে অত্রির এই পিছিয়ে পড়া কেন, তা নিয়ে জোর চর্চা চলছে। এমনকি পর্যটনসচিবও থাকতে পারলেন না তিনি। পর্যটনে এলেন কৌশিক ভট্টাচার্য। স্কুলশিক্ষায় এলেন শুভাঞ্জন দাশ। আরও কিছু বদল হয়েছে। এর মধ্যে নজরকাড়া উত্থান নন্দিনীর। একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতরগুলিতে ছিলেন তিনি। তখন তাঁকে দশচক্রে ভগবান ভূত করা হয়। মহাকরণে অবারিতদ্বার এক ব্যক্তি নন্দিনীর পিছনে লাগেন। সেই ব্যক্তি এখন প্রতিপক্ষ একটি দলের হাতে তামাক খাচ্ছে। যাই হোক নন্দিনী আবার বড় দফতরে ফেরায় আইএএসমহল খুশি।

Previous articleবিজেপিকে চাপে ফেলে শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক শিবসেনার
Next articleবৈশাখীর মেয়ের জন্মদিনে আমন্ত্রিত সব পক্ষই, নিমন্ত্রণ রক্ষা নিয়ে দোটানায় নেতারা