বিজেপিকে চাপে ফেলে শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক শিবসেনার

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটের মহাজট কাটার লক্ষণ নেই। দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। মুখ্যমন্ত্রিত্বের দাবি ছাড়তে নারাজ বিজেপি, অন্যদিকে শিবসেনা বলছে 50:50 ফর্মুলা ছাড়া বিজেপির সঙ্গে মিলে সরকার গঠন অসম্ভব। শিবসেনার 56 জন বিধায়কের সঙ্গে যোগ দিয়েছেন 7 নির্দল বিধায়ক। এই 63 জনই রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে রাজভবনে গিয়ে দেখা করে এসেছেন যা বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। দেবেন্দ্র ফড়নবিশ সহ গেরুয়া শিবিরের চাপ আরও বেড়েছে এনসিপি সুপ্রিমোর সঙ্গে শিবসেনা সাংসদের সাক্ষাতের পর। শিবসেনার যে কট্টরপন্থী সাংসদ গত কয়েকদিন ধরে লাগাতার বিজেপিকে কটাক্ষ ও আক্রমণ করছেন, সেই সঞ্জয় রাউথ বৃহস্পতিবার এনসিপি প্রধান শারদ পাওয়ারের বাড়ি গিয়ে বৈঠক করেছেন। এই বিষয়ে সঞ্জয় রাউথের বক্তব্য, শারদজিকে দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। আমাদের সমর্থন করতে একাধিক দলই তৈরি।

Previous articleশহরে ফের মাথাচাড়া দিয়েছে ডেঙ্গি, জরুরি বৈঠকে ডেপুটি মেয়র
Next articleনন্দিনী ফের গুরুত্বপূর্ণ পদে, অত্রির হাল নিয়ে জল্পনা