টলিউডে বিজেপির পাল্টা সম্মানে ” বঙ্গপ্রয়াস”

রাজ্য সরকারের অভিনয় সম্মানগুলির পাল্টা একটি সম্মান চালু হচ্ছে। পিছনে বকলমে বিজেপি বলেই খবর। 2 নভেম্বর ই জেড সি সিতে প্রথম অনুষ্ঠান। নাম “শ্যামাপ্রসাদ বঙ্গীয় সম্মান”। উদ্যোক্তারা বলেছেন,” শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান জানিয়ে এই অ্যাওয়ার্ড শো হবে। টিভি, সিনেমা, থিয়েটার, যাত্রার সঙ্গে যুক্ত বিভিন্ন ভূমিকার মানুষ নিরপেক্ষভাবে সম্মানিত হবেন।”

আরও পড়ুন-পিঙ্ক ইতিহাস শুরুর দিনেও অবিচ্ছিন্ন শচীন-সৌরভ জুটি