কুলগাঁওতে এবার বিজেপি নেতার গাড়িতে আগুন ধরাল জঙ্গিরা

কাশ্মীরের কুলগাঁওয়ে ৫ শ্রমিকের মৃত্যুর ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই এবার জ্বালিয়ে দেওয়া হল বিজেপি নেতার গাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে কুলগাঁওয়ের বোনিগাম গ্রামে এই ঘটনা ঘটে। রাস্তার উপরে পার্ক করা ছিল আদিল আহমেদ নামে ওই বিজেপি নেতার গাড়ি। সেখানে আরও অনেক গাড়ি পার্ক করা ছিল। আগুনে আদিলের গাড়িসহ দুটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় অবশ্য বিজেপি নেতা বাড়িতে ছিলেন না। শুরু হয়েছে সেনা তল্লাশি।

এর আগে জঙ্গিগোষ্ঠীগুলি ঘোষণা করেছিল, কাশ্মীর নিয়ে কোনও বড় পদক্ষেপ করলে তারা হত্যালীলা চালাবে। খুন করবে অ-কাশ্মীরিদের। তারপরই বাংলার শ্রমিকদের নৃশংসভাবে খুন করা হয়। সোপোরে একটি বাসস্ট্যান্ডে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। মূলত বাস ও ট্রাকের ভিন রাজ্যের চালক, আপেল বাগানের কর্মী এবং রাজমিস্ত্রির মতো অ-কাশ্মীরিদের উপর আক্রমণ চালাচ্ছে জঙ্গিরা।বিজেপি নেতা আদিল অবশ্য কাশ্মীরেরই বাসিন্দা।

আরও পড়ুন-আপার প্রাইমারির দুই বিষয়ে নিয়োগে কোর্টের নির্দেশ