মহারাষ্ট্রের ঘোলাজলে নজর পাওয়ারের

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে টানাপোড়েন অব্যাহত। কোনও সমঝোতাতেই আসতে পারছে না বিজেপি-শিবসেনা। এই পরিস্থিতিতে বিরোধী জোট কী করছে? কংগ্রেস ও এনসিপি জোট মুখে বলছে তারা বিরোধী আসনে বসতে আগ্রহী। তবে, এই পরিস্থিতি মন্তব্য করতে ছড়ছে না তারা।

শুক্রবার, এক সাক্ষাৎকারে এনসিপি প্রধান শরদ পাওয়ার শিবসেনার ৫০-৫০ ফর্মুলার পক্ষেই সওয়াল করেন। তাঁপ দাবি, বিজেপির উচিত ভোটের আগের প্রতিশ্রুতি রক্ষা করা।

আরও পড়ুন – বিজেপির বিরুদ্ধে এবার হমকির অভিযোগ শিবসেনার

সূত্রের খবর, সরকার গঠন করতে ইতিমধ্যেই টেলিফোনে শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তবে, সেই কথা উড়িয়ে এনসিপি প্রধান জানান, মহারাষ্ট্র বিধানসভায় তাঁরা বিরোধীর আসনে বসবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, সেটাই জনাদেশ। তাঁর মতে, সরকার গড়তে হলে বিজেপিকে ঝুঁকতেই হবে। এই পরিস্থিতিতে ৪ নভেম্বর দিল্লিতে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধির ডাকে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন পাওয়ার। আর এই নিয়েই এখন নতুন সমীকরণের জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর সুরে কথা হরকা বাহাদুরের

Previous articleসোমবার থেকেই মিলবে ইডেন টেস্টের টিকিট
Next articleজীবন বাঁচাতেই সাঁতারে ঝোঁক