বাংলায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

পশ্চিমবঙ্গে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে চলেছে। উদীয়মান ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (ইউডিপিআই) নামে এই দলটির আজ, রবিবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটবে এবং এদিনই তাদের কর্মকাণ্ড শুরু করতে চলেছে শহরের একটি বৈঠকের মাধ্যমে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত বহু আধিকারিক ও পুলিশ অফিসার এগিয়ে এসেছেন এই নতুন দল তৈরির ক্ষেত্রে।

আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের বেশ কিছু আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়েই আপাতত দলের নেতৃত্ব সংগঠন তৈরির উপর জোর দেবে বলে ঠিক করেছে। দলের সভাপতি তথা রাজ্যের প্রাক্তন এমপ্লয়মেন্ট ডিরেক্টর মহম্মদ ইজরায়েল এ কথা জানিয়ে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিকাঠামো-সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলার প্রকৃত উন্নয়নের পাশাপাশি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের স্লোগানকে সামনে রেখেই তাঁরা এই নতুন উদ্যোগে নেমেছেন।

সেই সঙ্গে সরকারি চাকরির বিষয়ে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের প্রতি নানাভাবে বঞ্চনার বিরুদ্ধেও তাঁরা সরব হবেন। নির্বাচন কমিশনের কাছ থেকে শীঘ্রই দলের অনুমোদন পেয়ে যাবেন বলেও ইজরায়েলসাহেব এদিন জানিয়েছেন।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleপর্যটন মানচিত্রে টেরাকোটার ঘোড়া, ছৌ নাচের মুখোশ