খুশির খবরের আশায় রাজ্যের শিক্ষামহল

খুশির খবরের আশায় রাজ্যের সমস্ত কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। ৫ নভেম্বর রাজ্যের সমস্ত কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই বৈঠকে কার্যনির্বাহী অধ্যক্ষদেরও অংশ নিতে বলা হয়েছে। বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খুশির খবর ঘোষণা করতে পারেন বলে আশায় শিক্ষক মহল।

ইউজিসি-র প্রস্তাবিত সপ্তম বেতন কমিশনের সুপারিশ এখনও রাজ্যে চালু হয়নি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিকাশ ভবনে একাধিক শিক্ষক সমিতির প্রতিনিধিদের বৈঠক হলেও কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। নতুন বেতন কাঠামো চালু না হওয়ায় শিক্ষক-শিক্ষিকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ শিক্ষক সংগঠনগুলির। বিষয়টি নিয়ে ১৯ ও ২০ নভেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থানের ডাক দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবারের বৈঠকের দিকে তাকিয়ে আছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কোনও খুশির খবর ঘোষণা করতে পারেন বলে আশা তাঁদের।

Previous articleবিজেপি-শিবসেনা জট কাটার পথে
Next articleসাহিত্যে এই প্রথম থ্রিলার ওয়ার্কশপ