রোহিতের ব্যাটিং দাপটে মধুর প্রতিশোধ ভারতের

রোহিতের ব্যাটিং ঝড়ে কুপোকাৎ পদ্মা পাড়ের দেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার হয়েছিল ভারতের। বলা ভাল, এই প্রথম বাংলাদেশের কাছে হারের মুখ দেখতে হয়েছে রোহিতদের। সেই হারের প্রতিশোধ নিয়ে নিল রাজকোটে ভারত। ২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে সহজ জয় পেল ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এর ফলে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যুজবেন্দ্র চাহালদের বোলিং স্পেলে কুপোকাৎ হয়ে যান সৌম্যরা। আগেই ইঙ্গিত দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা যে, বৃহস্পতিবারের ম্যাচে বোলিং বিভাগে পরিবর্তন আসবে। সেই মতো ভারতীয় দলে এসেছিলেন যুজবেন্দ্র চাহাল। আর এসে নিজের কাজটি তিনি করেও দিয়ে গেলেন। ভারতীয় বোলারদের বোলিং ঝড়ে নির্ধারিত ওভারে 6 উইকেট খুইয়ে ১৫৩ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা নিজেই ৮৫ রান করে দলকে জয় এনে দিলেন। আর তাঁকে যোগ্য সঙ্গত দেন শিখর ধাওয়ান (৩১) ও শ্রেয়াস আইআর (২৪)। হিটম্যানের ব্যাটের দাপটে মাথা তুলে দাঁড়াতে পারলেন না বাংলাদেশ বোলাররা। রাজকোট জয়ের পর সিরিজে সমতা ফেরাল ভারত।

Previous articleনবনীতা দেবসেনের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
Next articleতৃণমূলে ফেরার প্রশ্নে শোভন কোথায় হোঁচট খাচ্ছেন?