Sunday, January 18, 2026

রাস উৎসব উপলক্ষে সাজো সাজো রব কোচবিহারের ঐতিহ্যশালী মদনমোহন মন্দিরে

Date:

Share post:

কোচবিহারের অনেক কিছু বিখ্যাত ও ঐতিহ্যের মধ্যে রাসমেলা অন্যতম। জগৎজোড়া খ্যাতি রয়েছে কোচবিহারের এই রাসমেলার। আর এই মেলার পুরোটাই সেজে ওঠে মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে। আগামী ১১ নভেম্বর রাস উৎসব শুরু হবে কোচবিহারে। তাই রাস উপলক্ষে যুদ্ধকালীন তৎপরতায় কোচবিহারের মদনমোহন মন্দিরকে সাজিয়ে তোলার কাজ চলছে। মন্দির রং করা, সংস্কার করা, বাইরের দিকের অফিস ঘর রং করার কাজ চলছে। একইসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি, রাসচক্র বানানোর কাজও পুরো উদ্যোমে চলছে।

রাস উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মদনমোহন মন্দিরে। রাসমেলা উপলক্ষে যেহেতু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পুণ্যার্থী আসেন, সেজন্য মন্দির চত্বরকে ঝাঁ-চকচকে করার কাজও চলছে পুরোদমে। রাসমেলার সূচনার দু’দিন আগে ৯ নভেম্বর থেকে ছোট মদনমোহনকে শয্যা থেকে তুলে মন্দিরের বারান্দায় রাখা হবে।

এবারের রাসমেলায় আবার ১৩ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। মদনমোহন মন্দির কমিটি জানিয়েছে, মুখ্যমন্ত্রী মদনমোহন মন্দিরেও পুজো দেবেন।
তারও প্রস্তুতি চলছে।

কোচবিহারের মদনমোহন মন্দিরের সামনের মাঠে ডানদিকে রাস উৎসবের জন্য রাসমঞ্চ বানানোর কাজ চলছে। রাসচক্রের খুঁটি আগেই পোঁতা হয়েছে। সেখানেই রাসচক্র ঘোরানোর জন্য পুণ্যার্থীরা আসবেন। অন্যদিকে, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে।

মদনমোহন মন্দিরে মদনমোহনের বিগ্রহের পাশাপাশি রয়েছে আনন্দময়ীর কালীর মূর্তি। আরেক পাশে আছে তারা মা ও মা ভবানীর বিগ্রহ। এই সমস্ত দেবদেবীরা এখানে সারাবছর পুজো হয়। বিশেষ বিশেষ তিথিতে এঁদের বিশেষ পুজোও হয়। সারা বছরই এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। কিন্তু রাস উৎসব উপলক্ষে এখানে ভক্তের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়।

কোচবিহারের মহারাজাদের আমলে শুরু হওয়া এই রাস উৎসব পুরনো রীতি নিয়ম মেনেই হয়ে আসছে।
রাস উপলক্ষে মেলামাঠে ১৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। সেই অনুষ্ঠানে একদিকে যেমন কোচবিহারের স্থানীয় লোকসংস্কৃতিকে তুলে ধরা হবে তেমনি নদীয়া, বহরমপুর থেকে কীর্তনের দল, কলকাতার যাত্রা দল আসবে। এছাড়াও বাউল, লোকনৃত্য, রবীন্দ্রনৃত্যের অনুষ্ঠান হবে।

রাসমেলা উপলক্ষে যেত লক্ষাধিক মানুষের সমাগম হবে, তাই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। মন্দির সূত্রে জানা গিয়েছে, এবারে ২০টিও বেশি সিসি ক্যামেরা লাগানো হবে। রাস উৎসবের দিনগুলিতে যাতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই দিকে নজর রাখা হচ্ছে।

অন্যদিকে, দিকে রাসমেলার মাঠেও জোরকদমে স্টল, মঞ্চ তৈরির কাজ চলছে। রাসমেলার মাঠের ধার দিয়ে বড় বড় স্টল তৈরি করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে কোচবিহারের ঐতিহ্যশালী মদনমোহন মন্দির-সহ
গোটা এলাকায় এখন সাজ সাজ রব।

spot_img

Related articles

রাতের পথ নিরাপত্তায় বাড়তি জোর, নয়া উদ্যোগ বিধাননগর কমিশনারেটের

বাংলার তথ্য প্রযুক্তির খাস তালুক সল্টলেক সেক্টর ৫, মহানগরের পাশাপাশি জেলা থেকেও প্রচুর সংখ্যায় মানুষ এখানে কাজ করতে...

T20 WC: ভেন্য়ু বদল নিয়ে নয়া আর্জি বাংলাদেশের, কঠোর অবস্থানেই অনড় আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। কিন্তু বাংলাদেশকে(Bangladesh) নিয়ে জটিলতা অব্যাহত। প্রতিদিনই বাংলাদেশের(Bangladesh)...

সুন্দরবনে নিখোঁজ পর্যটক: তলিয়ে গেলেন মাতলা নদীতে

বন্ধুদের সঙ্গে সুন্দরবন (Sundarbans Tours) ঘুরতে যাওয়াই কাল হল যুবকের। শনিবার রাতে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে গেলেন...

সকাল থেকে শান্ত বেলডাঙা, এখনও বন্ধ শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতির পর রবিবার সকাল থেকে শান্ত...