অযোধ্যা মামলার রায় ঘোষণার পরেই সুপ্রিম কোর্ট চত্বরে বেশকিছু আইনজীবী জয় শ্রীরাম স্লোগান তোলায় বিতর্ক ছড়ায়। রামের ছবি,পোস্টার ব্যানার নিয়ে মিছিল শুরু হলে উত্তেজনা ছড়ায়। অন্য আইনজীবীরা তাদেরকে আটকান। শান্ত হতে বলার আর্জি জানিয়ে মনে করিয়ে দেন উত্তেজনা ছড়ালে দেশের ক্ষতি দশের ক্ষতি। ৪৯০ বছরের পুরনো বিতর্ক এবং ১৩০ বছর ধরে চলে মামলার নিষ্পত্তি হল ২০১৯ সালের ৯ নভেম্বর।
