ঠিকঠাক রায়, বলছেন পুরাতত্ত্ব কর্তা

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে তথ্য প্রমাণ দিয়েছে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে সুবিধে হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চের। সেই কথা মনে করে দিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন রেজিওন্যাল ডিরেক্টর কে কে মহম্মদ বলেন, একেবারে নিখুঁত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর থেকে ভাল সিদ্ধান্ত আর হতে পারে না। এর আগে আমি যখন বলেছিলাম যে মসজিদের তলায় মন্দিরের চিহ্ন পাওয়া গিয়েছে, তখন অনেকে আমার সমালোচনা করেছিলেন। এখন সুপ্রিuম কোর্টের রায় প্রমাণ করছে যে আমার বক্তব্য ছিল সঠিক। কে কে মহম্মদ আরও বলেন, মুসলিমদের কাছে যেমন মক্কা-মদিনা খুবই পবিত্র, ঠিক সেরকম হিন্দুদের কাছে অযোধ্যা অন্যতম পবিত্র স্থান। আগামী দিনে এখানে মন্দির বানানোর নির্দেশ যথাযথ। এবং তার পাশেই মসজিদ তৈরির নির্দেশও যথাযথ।

Previous articleযারা বাবরি মসজিদ ভাঙল, তাদের কি শাস্তি? প্রশ্ন সিপিআইএমের
Next articleহুগলিতে বন্ধ ফেরি পরিষেবা