হায়দরাবাদে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে জখম ১২, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

ফের রেল দুর্ঘটনা। এবার হায়দরাবাদে মুখোমুখি সংঘর্ষ দু’টি ট্রেনের। ঘটনায় একটি ট্রেনের চালক-সহ মোট ১৩ জন জখম হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে কাচিগুড়া স্টেশনের কাছে। জানা গিয়েছে, একটি লোকাল ট্রেন ও কুরনুল থেকে আসা একটি ইন্টারসিটি এক্সপ্রেস একে অপরকে মুখোমুখি ধাক্কা মারে। লাইনচ্যুত হয়ে যায় দু’টি ট্রেনের বেশ কয়েকটি বগি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। যাত্রীদের উদ্ধার করা হয়। জখম ১৩জন যাত্রীকে স্থানীয় ওসমানিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহত যাত্রীদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, একটি ট্রেনের চালক ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়েছেন। গ্যাস কাটার দিয়ে বগি কেটে তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যেই রেলের তরফে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

প্রাথমিকভাবে অনুমান, রেলের স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় গোলযোগের জেরেই এই দুর্ঘটনা। তবে দু’টি ট্রেনেরই গতিবেগ কম থাকায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

আরও পড়ুন-সিঙ্গুর যাচ্ছেন রাজ্যপাল?

 

Previous articleসিঙ্গুর যাচ্ছেন রাজ্যপাল?
Next articleবাংলায় জয়েন্টের প্রশ্নপত্রের দাবিতে ধর্মতলায় তৃণমূলের অবস্থান-বিক্ষোভে সামিল সুব্রত-অভিষেক