Friday, November 21, 2025

উদ্ধবের ফোন সোনিয়াকে, সরকারে যেতে বৈঠকে কংগ্রেস

Date:

Share post:

মহারাষ্ট্রের শিবসেনা জোটের সরকার হচ্ছে। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হচ্ছেন। এটা কার্যত পরিষ্কার। বিকেলে সোনিয়া গান্ধী যখন মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করছেন, তখন উদ্ধব ঠাকরে সোনিয়া গান্ধীর সঙ্গে ফোনে কথা বলেন। অনুরোধ করেন সরকারে অংশ নেয়ার জন্য। ফলে দীর্ঘ দুই সপ্তাহের বেশি অচলাবস্থা যে মহারাষ্ট্রে কাটতে চলেছে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। রাজভবনে উদ্ধব ঠাকরে। আর ঘণ্টা দুয়েকের মধ্যে সরকার গড়ার দাবি জানাতে হবে।

এখন দেখার বিষয় শিবসেনার সঙ্গে সরকারে কংগ্রেস এবং এনসিপি কীভাবে থাকবে? এনসিপি যে শিবসেনার সঙ্গে মন্ত্রিসভায় অংশ নিচ্ছে এটা কার্যত স্থির হয়ে গিয়েছে। যদিও কংগ্রেস যে সিদ্ধান্ত নেবে তার ওপর অনেকটাই নির্ভর করছে তাদের সিদ্ধান্ত। তার কারণ কংগ্রেস-এনসিপি জোটে রয়েছে। কংগ্রেস সিদ্ধান্ত নিতে সকালে ওয়ার্কিং কমিটির বৈঠকে বসে। সেখানে স্থির হয় মহারাষ্ট্রের প্রদেশ নেতাদের নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত হবে সেই মতো বিকেল চারটে থেকে বৈঠক শুরু হয়। এই সময় আসে উদ্ধব ঠাকরের সোনিয়ার কাছে। এই বৈঠকে মূলত দুটি উঠে আসে। এক পক্ষের বক্তব্য, শিবসেনা-এনসিপি সরকারে যাক। বাইরে থেকে কংগ্রেস সমর্থন করবে। অন্যদিকে আর এক পক্ষের বক্তব্য, কংগ্রেসের এই সরকারের সঙ্গে যাওয়া উচিত। কোনওরকমের সমস্যা হবে না। এই দুই মতের মাঝে পড়ে সোনিয়া গান্ধী মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের পর আবার বৈঠকে বসেছেন শেষ সিদ্ধান্ত নিতে। অর্থাৎ মহারাষ্ট্রে শিবসেনা সরকার তৈরি করছে এটা নিশ্চিত, কংগ্রেসের ভূমিকা সেখানে কী থাকবে সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষায় সেনা-এনসিপি।

আরও পড়ুন-শিবসেনার সঙ্গে কংগ্রেস মহারাষ্ট্রে হাত মেলালে বামেরা বাংলায় কী করবে?

spot_img

Related articles

পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ! মৃত ১৫

পাকিস্তানের( Pakistan) পঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাসায়নিক কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হয়েছে...

ASI: কলকাতায় শিল্প সংক্রান্ত বার্ষিক সমীক্ষা নিয়ে বৈঠক, সভাপতিত্বে বন্দনা সেন

তালিকাভুক্ত উৎপাদন ক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান, নীতিনির্ধারণে সমীক্ষার গুরুত্ব, বাণিজ্যিক সংগঠনগুলির সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা, ইউনিট স্তরে...

সংসারের হাল ধরতে খেজুর গাছে হাঁড়ি বাঁধছেন দক্ষিণ ২৪ পরগনার প্রথম মহিলা শিউলি

কোনও কাজেই পিছিয়ে নেই মহিলারা। মহিলাদের বীর পরাক্রমের কথা ইতিহাসের পাতা থেকে শুরু। খেলার ময়দান থেকে যুদ্ধক্ষেত্র- সব...

কঠিন পরিস্থিতিতে নেতৃত্বে ভারপ্রাপ্ত অধিনায়ক, পিচ নিয়ে কী বললেন পন্থ?

শনিবার থেকে অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট।ইডেনে হারের জেরে সিরিজে ০-১ ফলে পিছিয়ে...