মুখ্যমন্ত্রীর সফরের আগে বসিরহাটে পুলিশের জালে দুষ্কৃতী। বুধবার, উত্তর চব্বিশ পরগনার বুলবুলের তাণ্ডবে বিধ্বস্ত বিপদগুলি আকাশপথে পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বসিরহাটের মেরুদন্ড গ্রামে কর্মতীর্থে জেলাশাসক সহ একাধিক প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ঠিক তার ২৪ঘণ্টা আগে, মঙ্গলবার ভোররাতে প্রেমাশিস চট্টরাজের নেতৃত্বে পুলিশ বাহিনী ২ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাদের থেকে পিস্তল, পাইপগান, গুলি সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন বসিরহাট পুলিশ জেলার সুপার কংকর প্রসাদ বাডুই।
