টার্গেট কলকাতা পুরসভা, কাল পুর-অভিযানে বিজেপি

টার্গেট এবার কলকাতা পুরসভা। তার দখল অভিযানে নেমে পড়ল বিজেপি। কাল, বুধবার, দুপুর বারোটায় ভারতীয় জনতা পার্টির কলকাতা কর্পোরেশন অভিযান। নেতৃত্বে থাকবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

একুশের ক্ষমতা দখলের লড়াইয়ে প্রথম ধাপ হিসাবে কলকাতা পুরসভা দখলকেই পাখির চোখ করেছে বিজেপি। পুরসভার পরিষেবায় ব্যর্থতার অভিযোগকে সামনে রেখে আন্দোলনে নামছে বিজেপি। আগাম সমস্যার কথা মাথায় রেখে পুর প্রশাসন ও পুলিশ তৎপর।

আরও পড়ুন –  অবসরের বাকি 5দিন, আরও 5 গুরুত্বপূর্ণ রায় দেবেন প্রধান বিচারপতি গগৈ

সবচেয়ে আকর্ষণীয় তাদের প্রতিশ্রুতি। ক্ষমতায় এলে তাদের প্রতিশ্রুতি “ঝুলন্ত তার মুক্ত কলকাতা। সাবওয়ে যুক্ত কলকাতা। জঞ্জালমুক্ত কলকাতা। জলকর মুক্ত কলকাতা। মিউটেশন ফি ২% শতাংশ কমানো। ওয়াই ফাই-যুক্ত কলকাতা। ডেঙ্গুমুক্ত কলকাতা। কাটমানিমুক্ত কলকাতা। অবৈধ পার্কিংমুক্ত কলকাতা।” লক্ষ্যণীয় বিষয় হল, বিজেপির দাবি সনদে নেই জলজমা সংক্রান্ত বিষয়টি। বিজেপির অভিযান উপলক্ষে একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় দিয়েছে বিজেপি। সেই পোস্টারে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, দিলীপ ঘোষ, পুনম মহাজনের সঙ্গে লোকসভার পরাজিত প্রার্থী দেবজিৎ সরকারের ছবি। প্রশ্ন উঠেছে, তবে কী দেবজিৎ আগামিদিনে কলকাতা পুরসভা দখলে বিজেপির মুখ হতে চলেছেন? সময়ই তা বলবে। তবে বিজেপির পোস্টারে দলের ‘ভোট-অবতার’ মুকুল রায়ের ছবি না থাকায় দলের মধ্যেই গুঞ্জন।

আরও পড়ুন – এনসিপি ডেডলাইন মানতে ব্যর্থ হলেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন

Previous articleঅযোধ্যা রায় মেনে নিয়েও ভাবার মত কিছু প্রশ্ন
Next articleপুত্রসন্তানের বাবা হলেন অভিষেক