শিলিগুড়িতে ১০ কোটি টাকার সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর(ডিআরআই)।

সূত্রের খবর, সোমবার রাতে গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে দার্জিলিং মোড়ে তল্লাশি চালায় ডিআরআই। এরপর সেখানে একটি অসম নম্বর প্লেট লাগানো গাড়ি থেকে ২৫.৭৭৬ কেজি সোনা উদ্ধার করে ডিআরআই। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুজনেই মনিপুরের বাসিন্দা। তাদের নাম আমির খান,মহম্মদ ফিরোজ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে,তারা সোনা নিয়ে মনিপুর থেকে কলকাতায় নিয়ে যাচ্ছিল।

