Sunday, November 16, 2025

বাংলার মানুষ NRC বিরোধী, SUCI-এর ডেপুটেশনের পর কেন্দ্রকে জানানোর আশ্বাস রাজ্যপালের

Date:

প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল চালু, রাজ্যে মদ নিষিদ্ধ করা, নারী নির্যাতন বন্ধের ব্যবস্থা, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, চা শ্রমিকদের ন্যায্য মজুরি, বিদ্যুতের মাশুল কমানো, নারী পাচার বন্ধের ব্যবস্থা, বুলবুল ঘূর্ণিঝড়ে নিহত পরিবারবর্গের সাহায্য ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রভৃতি দাবিতে “নবান্ন অভিযান” এবং এনআরসি বাতিলের দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশনের উদ্দেশ্যে বুধবার দুপুরে হেদুয়া পার্ক থেকে প্রায় ২৫ হাজার মানুষের মিছিল শুরু করে SUCI.

তবে সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে পুলিশ মিছিল আটকায়। মিছিল থেকে দুটি প্রতিনিধি দল নবান্ন ও রাজভবনের উদ্দেশ্যে যায়। নবান্নের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর-সহ আরও ৪ জন এবং রাজ্যপালের কাছে ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শংকর ঘোষ, প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল-সহ ৪ জন। রাজ্যপাল জাগদীপ ধনকর SUCI প্রতিনিধি দলের দেখা করেন দুপুর ১টায়। এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখা করেন বিকাল ৪.৩০ টায় বিধানসভা ভবনে।

SUCI প্রতিনিধিদের রাজ্যপাল বলেছেন, “মিছিলে অংশগ্রহণকারী এত বিশাল সংখ্যক মানুষ যে এনআরসি চাইছেন না, তা আমি কেন্দ্রীয় সরকারকে জানাব।”

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে SUCI প্রতিনিধিদের প্রায় এক ঘন্টা ধরে সমস্ত দাবি নিয়ে আলোচনা হয়। পার্থবাবু বেশকিছু দাবির সঙ্গে সহমত পোষণ করেন এবং মুখ্যমন্ত্রীকে তা জানাবেন বলে জানা গিয়েছে। বিশেষ করে চিটফান্ডের আত্মহত্যাকারীর পরিবারদের এবং বুলবুলে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন পার্থ চট্টোপাধ্যায়।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version