নজরে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

আজ, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্য প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সব দপ্তরের মন্ত্রী, প্রধান সচিব, জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা উপস্থিত থাকবেন। সেখানে সব দপ্তরের কাজের রিপোর্ট কার্ড পেশ হবে।

কোন দপ্তর কতটা কাজ করেছে, কোন দপ্তর ভালো কাজ করেছে, কোন দপ্তর পিছিয়ে রয়েছে— সবই আলোচনা হবে এই বৈঠকে। গত সোমবার এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সেই বৈঠক পিছিয়ে গিয়ে এদিন হবে।

যেসব দপ্তর তাদের বরাদ্দ টাকা খরচ করতে পারেনি, তাদের টাকা ফিরিয়ে দিতে বলা হবে। মুখ্যমন্ত্রী চান, দ্রুতগতিতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ হোক। তাই এই ধরনের প্রশাসনিক বৈঠক করেন তিনি।

Previous articleরাফাল নিয়ে বিরোধীদের আর্জি খারিজ, রাহুলকে ভর্ৎসনা
Next articleপ্রেসিডেন্সি চত্বরে গণতান্ত্রিক উৎসবের মেজাজ