প্রেসিডেন্সি চত্বরে গণতান্ত্রিক উৎসবের মেজাজ

উৎসবের মেজাজে প্রেসিডেন্সিতে ছাত্র সংসদের নির্বাচন। আড়াই বছর পরে সেখানে নির্বাচন হচ্ছে। এটাকে গণতন্ত্রের জয় বলছেন সেখানকার বর্তমান ছাত্র সংসদের নেতারা। গণতান্ত্রিক উৎসবের আবহ বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে। যেকোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসনও।

প্রেসিডেন্সির ধারাবাহিকতা দেখলে সেখানে এসএফআইয়ের জয়ের দৃষ্টান্ত খুবই কম। ইন্ডিপেন্ডেন্সরাই জিতেছে বেশিবার। এবারও তারা আশাবাদী। জমি কামড়ে পড়ে রয়েছে এসএফআইও। তবে এবিভিপি কোনও অস্তিত্বই নেই। বৃহস্পতিবার, ভোটগ্রহণের পর এদিনই গণনা এবং ফল প্রকাশ।

Previous articleনজরে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক
Next articleবাংলাদেশি নাগরিকদের অপহরণ কাণ্ডে ধৃত ৩, তোলা হবে আদালতে