16-14-12 ফর্মুলায় সরকার মহারাষ্ট্রে?

মহারাষ্ট্রে অ-বিজেপি সরকার গড়তে শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের চূড়ান্ত প্রস্তুতি চালাচ্ছে এনসিপি ও কংগ্রেস। মতাদর্শের দিক থেকে ভিন্ন মেরুতে থাকা তিন দল আপাতত ব্যস্ত 40 পয়েন্টের ‘কমন মিনিমাম প্রোগ্রাম’ বা অভিন্ন ন্যূনতম কর্মসূচি চূড়ান্ত করতে। তিন দলের রাজনৈতিক ইস্তাহারের কিছু সাধারণ বিষয়কে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হচ্ছে। কৃষক সমস্যা ও বেকারত্বের ইস্যুকে গুরুত্ব দিয়ে কর্মসূচি তৈরি করা হচ্ছে। রাজনৈতিক সূত্রের খবর, 16-14-12 ফর্মুলার ভিত্তিতে ঐকমত্য তৈরি হচ্ছে। অর্থাৎ রাজ্য মন্ত্রিসভায় শিবসেনার 16, এনসিপির 14 ও কংগ্রেসের 12 জন প্রতিনিধি থাকবে। মুখ্যমন্ত্রী পদ শিবসেনার, উপমুখ্যমন্ত্রী পদ এনসিপির পাওয়ার সম্ভাবনা। বিধানসভার স্পিকার পদটি সম্ভবত পাবে কংগ্রেস। তিন দলের ম্যারাথন বৈঠকে দ্রুত সবকিছু চূড়ান্ত করে সোনিয়া গান্ধীর সবুজ সংকেতের জন্য পাঠানো হবে।

Previous articleদখল রুখতে গিয়ে আক্রান্ত উপ-প্রধান ও কাউন্সিলর
Next articleতিনদিন বন্ধ রেখে বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষা