মন্দির নির্মাণে ৫১ হাজার টাকা দান শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের

অযোধ্যা মামলার রায় সামনে এসেছে কয়েকদিন আগেই। বিতর্কিত জমিতে জায়গা না পেলেও মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার মধ্যেই সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই নিয়ে বেশ কয়েকটি মুসলিম সংগঠন ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে। প্রথমে রিট পিটিশনের করা পরিকল্পনা করলেও, পরে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড। এবার রাম মন্দির নির্মাণের জন্য ৫১হাজার টাকা দান করলেন উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। তাঁর মতে, সকলেরই পূর্বপুরুষ রাম। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে তাঁর মত, সবচেয়ে ভালো বিচার হয়েছে। মুসলিম সম্প্রদায়ের সবাইকে রাম মন্দির নির্মাণে টাকা দিতে অনুরোধ করেন তিনি। রিজভির পক্ষ থেকে ৫১হাজার টাকার চেক রাম জন্মভূমি নিবাসের মহন্ত রাকেশ দাসের হাতে তুলে দেন অযোধ্যা শিয়া ওয়াকফ বোর্ডের জেলা প্রধান আশফাক হোসেন। এরআগেও রাম জন্মভূমি রাম মন্দির তৈরির ওয়ার্কশপের জন্য ১১ হাজার টাকা দান করেছিলেন বলে জানিয়েছেন রিজভি।

Previous articleহেনস্থার অভিযোগে কাঠগড়ায় জয়প্রকাশ, ‘ভিত্তিহীন’ মত বিজেপি নেতার
Next articleমাত্র 30 টাকায় হলে বসে সিনেমা দেখুন