হেনস্থার অভিযোগে কাঠগড়ায় জয়প্রকাশ, ‘ভিত্তিহীন’ মত বিজেপি নেতার

এবার পরিবারের লোকদের বিরোধিতার মুখে বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর বিরুদ্ধে অমানবিক ব্যবহার ও হেনস্থার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর নিজের দাদা ও বৌদি। অভিযোগ, তাঁদের জলের লাইন কেটে দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাই জয়প্রকাশ মজুমদার তাঁদের হেনস্থা করছেন বলে থানায় অভিযোগ জানিয়েছেন জ্যোতিপ্রকাশ মজুমদার। এ বিষয়ে বৃহস্পতিবার, বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জয়প্রকাশ মজুমদার। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, তাঁকে অপদস্ত করতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে।

৬৯ বছরের জ্যোতিপ্রকাশ মজুমদার তাঁর স্ত্রী রত্নাকে নিয়ে দীর্ঘদিন ধরেই সল্টলেকের বাড়িতে থাকেন। কয়েক বছর হল সেখানে সপরিবারে থাকতে শুরু করেছেন জয়প্রকাশ মজুমদারও। অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার বলে দীর্ঘদিন ধরেই দাদা এবং দাদার পরিবারের সঙ্গে অমানবিক ব্যবহার করছেন জয়প্রকাশ। এবার জলের লাইন কেটে দেওয়ায় বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন জ্যোতিপ্রকাশ মজুমদারের। এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য না করলেও, ঘনিষ্ঠমহলে জয়প্রকাশ মজুমদার জানান, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি নয়। পারিবারিক গোলমালের জেরেই তাঁর বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন করিমপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশশিবিরের বক্তব্য তিনি ভোটে প্রার্থী বলেই এইসব কুৎসা হচ্ছে। জয়প্রকাশের জয় কার্যত নিশ্চিত। তিনি করিমপুরের বিজেপি প্রার্থী। তাই জলঘোলা হচ্ছে। জয়প্রকাশের খুড়তুতো দাদা রাজনীতিবিদ অমিতাভ মজুমদার নিজে বিজেপি নেতাদের সঙ্গে সুসম্পর্ক থাকলেও এবিষয়ে “নির্যাতিত” দাদার পাশে দাঁড়িয়েছেন।

Previous articleখেলার মাঠ দখল নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ
Next articleমন্দির নির্মাণে ৫১ হাজার টাকা দান শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের