খেলার মাঠ দখল নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ

খেলার মাঠে প্রোমোটিং-র থাবা মানছেন না এলাকাবাসী। এর প্রতিবাদে ঘরের কাজ ফেল রেখেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন কোন্নগরের হাতির কুল এলাকার মহিলারা। বিক্ষোভ হঠাতে গেলে পুলিশ-জনতা সংঘর্ষ বাধে। পরে পুলিশ বাহিনী ও ব়্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রোমোটারের হাত থেকে খেলার মাঠ বাঁচানো দাবিতে কয়েকদিন ধরেই উত্তপ্ত এলাকা। শুক্রবার, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রতিবাদে নামেন এলাকার কাউন্সিলর মোনালিসা নাগও।

স্থানীয়দের দাবি, গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই মাঠে খেলাধুলো হয়। অনেক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাও হয়। যিনি এই মাঠ নিজের সম্পত্তি বলে দাবি করেছেন, তিনি মিথ্যে বলছেন বলে অভিযোগ মাঠ বাঁচাও সংঘঠনের প্রাক্তন সভাপতি বিধান ভট্টাচার্যের।

বেশ কয়েকদিন আগে মাঠ অধিগ্রহণ করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন জমির মালিক। শুক্রবার, ফের মাঠ দখল করতে গেলে রাস্তায় নামে স্থানীয়রা। তাঁদের পিছু হঠাতে গিয়ে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব়্যাফ নামানো হয়েছে।

Previous articleপুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ টোটো চালকদের
Next articleহেনস্থার অভিযোগে কাঠগড়ায় জয়প্রকাশ, ‘ভিত্তিহীন’ মত বিজেপি নেতার