পুরভোট নিয়ে বৈঠকে অভিষেক-ফিরহাদ

আগামী বছরের শুরুতেই দামামা বেজে যাবে কলকাতা-সহ রাজ্যের শতাধিক পুরসভা নির্বাচনের। আর সেই ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চাইছে শাসকদল তৃণমূল। কারণ, পুরসভার নির্বাচন গুলিকে ২০২১-এর বিধানসভার সেমিফাইনালে যাবে ধরে নিচ্ছে সব রাজনৈতিক দল।

তাই আর দেরি নয়, পুরসভা নির্বাচনের প্রস্তুতির প্রাথমিক পর্যায়ে শনিবার হরিশ মুখার্জি রোডের একটি কমিউনিটি হলে কলকাতা পুরসভায় দলের সব কাউন্সিলারকে বৈঠকে ডাকা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম এই বৈঠক ডেকেছেন বলে জানা গিয়েছে। উপস্থিত থাকবেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

প্রধান প্রতিপক্ষ হিসেবে কলকাতা পুরভোটে এবারই প্রথম বিজেপির মোকাবিলা করতে হবে তৃণমূলকে। সেই রণকৌশল ঠিক করতেই এই বৈঠকে প্রাথমিক আলোচনা হবে। পাশাপাশি, নাগরিকদের কাছে বিভিন্ন পুর-পরিষেবা সাফল্যের সঙ্গে পৌঁছে দিয়ে তার সুফল ভোটবাক্সে টেনে আনার ব্যাপারেও কাউন্সিলারদের পরামর্শ দেওয়া হবে বলে বিশেষজ্ঞদের অভিমত।

Previous articleভাল আছেন লতা মঙ্গেশকর
Next articleনামখানায় উদ্ধার হওয়া ট্রলার থেকে মিলল আরও চার মৎস্যজীবীর দেহ