মহারাষ্ট্র: রাজ্যপালের সঙ্গে শনিবার সাক্ষাতের কথা থাকলেও তা স্থগিত করল তিন দল

এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার শুক্রবারই জানিয়েছিলেন তিন দলের পক্ষ থেকে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করে মহারাষ্ট্রে সরকার গড়ার দাবি জানানো হবে। পাওয়ার বলেছিলেন, বিজেপি বিরোধী সরকার গড়তে অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে পাঁচ বছরের স্থায়ী সরকার গড়বে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। মুখ্যমন্ত্রিত্ব নিয়েও সমস্যা নেই। ওই পদটি শিবসেনা পাবে। এপর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু শনিবার শেষ মুহূর্তে তিন দলের রাজভবন যাত্রা স্থগিত করে দেওয়া হল। তিন দলের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে যে দলীয় বিধায়কদের অনেকেই নিজেদের কেন্দ্রে ব্যস্ত থাকায় সময়মত মুম্বই পৌঁছতে পারেননি। বৃষ্টি পরবর্তী পরিস্থিতি সামলাতে নিজেদের কেন্দ্র ছাড়তে পারছেন না। তাই রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে শনিবারের সাক্ষাৎ বাতিল করা হল। পরবর্তী সাক্ষাতের জন্য রাজ্যপালের কাছে সময় চাওয়া হয়েছে। যদিও এই বিবৃতির পরেই প্রশ্ন উঠছে তিন দলের সব বিধায়কের উপস্থিতি নিশ্চিত না করেই কেন আগেভাগে সাক্ষাতের কথা ঘোষণা করেছিলেন পাওয়ার?

 

Previous articleNDA-র বৈঠকে আর না যাওয়ার কথা জানালো শিবসেনা
Next articleসংসদে এবার বিরোধী আসনে বসতে চলেছে শিবসেনা