ওড়িশার সরকারি বইয়ে গান্ধীজির মৃত্যু নিয়ে নয়া তথ্য

মহাত্মা গান্ধীর দেড়শ বছরের জন্মজয়ন্তী উপলক্ষে ওড়িশা সরকার দু’পাতার একটি পুস্তিকা প্রকাশ করেছে। নাম ‘আম্মা বাপুজি : একা ঝলকা’। সেই বইয়ে খুব সংক্ষেপে মহাত্মা গান্ধীর জীবনী লেখা রয়েছে। কিন্তু আশ্চর্যের কথা হল বইয়ের শেষে বলা হয়েছে, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লির বিড়লা হাউসে এক দুর্ঘটনায় গান্ধীর মৃত্যু হয়। পুস্তিকা প্রকাশের পরে ওই ভুল সংশোধনের দাবি উঠেছে নানা মহল থেকে। অনেকে দাবি করেছেন, ভুলের জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

যদিও এই ভুল কীভাবে হল তার তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ভুলকে হাতিয়ার করে আক্রমণে নেমেছে বিরোধীরা। তাঁদের বক্তব্য,“সুকৌশলে শিশুদের মিথ্যা কথা বলা হচ্ছে। এই ভুলের জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।” মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার পাশাপাশি বইটি তুলে নেওয়ারও দাবি জানিয়েছে তাঁরা।